হালখাতায় পাওনা আদায় না হওয়ার হতাশায় কুলাউড়ায় ব্যবসায়ীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০১৫, ৪:৫৩ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলোর রবিরবাজারে বিষপানে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। গতকাল ১৯ এপ্রিল রবিবার সকাল ১০টার দিকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আত্মহত্যাকারী ব্যবসায়ী দক্ষিণ রবিরবাজারের রবু এন্ড সন্সের স্বত্বাধিকারী ও পৃথিমপাশা ইউনিয়নের কলিরকোনা গ্রামের রবু উল্লার পুত্র মো.আব্দুল মছব্বির (৪৭)।
জানা যায়, গত ১৮ এপ্রিল শনিবার বিকালে মছব্বির নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বিষ পান করলে আশপাশের ব্যবসায়ীরা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে তিনি বিষ পান করেছেন তা এখনো জানা যায়নি, তবে ১৬ এপ্রিল তার ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতায় ৫ লক্ষ টাকা বাকির মধ্যে মাত্র ৮০ হাজার টাকা আদায় হয়েছিল এনিয়ে তিনি হতাশায় ভুগছিলেন।