মৌলভীবাজারে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০১৫, ২:০৯ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
প্রধান মন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় মৌলভীবাজারে জেলেদের নিবন্ধন ও আইডি কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি। জেলায় ১১ হাজার ৮৭০ জন জেলের নাম নিবন্ধন করে আইডি কার্ড প্রদান করা হবে।
রোববার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হয় নিবন্ধন ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান।
এ সময় সমাজকল্যাণ মন্ত্রী বলেন মৎস্য চাষে জেলেদের আগ্রহী করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। নিবন্ধন করা পরিচয়পত্রধারীদের মধ্যে জেলার সকল জলমহাল ইজারা প্রদান করা হবে। বৃষ্টির মৌসুম শুরু হয়েছে হাওর, খাল, বিল নদীর ভাসান পানিতে দেশীয় প্রজাতির মাছ ডিম ছাড়ায় মাছের বংশ বিস্তার ঘটছে। মাছের উৎপাদন বাড়াতে পোনা মাছ যাতে কেউ মারতে না পাওে সে দিকে প্রশাসনসহ নাগরিকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্যান্য বছরের শেষ দিকে সরকারি ভাবে মাছের পোনা অবমুক্ত করা হত। এ বছর বছরের শুর“তে মাছের পোনা অবমুক্ত করা ব্যবস্থা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামর“ল হাসান, সদও উপজেলা চেয়ারম্যান মিজানূর রহমান মিজান।