মুক্তিযোদ্ধা একলিম মিয়া’র ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০১৫, ১:০৮ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
জেলা আলীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান একলিম (৭২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ রোববার সকাল ৯টায় শহরের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজিউন)।
তিনি মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার সি আর দত্তের অধীনে ৪নং সেক্টরে যুদ্ধ করেছেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, স্ত্রী, ভাইসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার সাড়ে ৫টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের শাহ মোস্তফা (র.) মাজারস্থ কবর স্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহম্মদ, জেলা আলীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ।
তাঁর মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার জামাল উদ্দিন প্রমুখ।