পহেলা বৈশাখে টিএসসিতে নারীর শ্লীলতাহানীর প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্র ইউনিয়নের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০১৫, ১২:৫৪ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে নববর্ষ বরণ অনুষ্ঠানে নারীদের শ্লীলতাহানীর প্রতিবাদে ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ ১৯ এপ্রিল রোববার বিকেলে শহরের চৌমোহনা চত্বরে গোল বৃত্তে সৃষ্টি করে মানববন্ধন কর্মসূচি পালন করে।
অরিজিৎ দেব রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক অ্যাড. নিলিমেষ ঘোষ, সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব, যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক, কবি জাহাঙ্গীর জয়েস, উদীচী শিল্পী গোষ্ঠীর আব্দুল হাফিজ চৌধুরী, ইফফাত আরা নিপা, ছাত্র ইউনিয়ন নেতা প্রশান্ত দেব, কবি জাবেদ ভুঁইয়া, সুবিনয় রায় প্রমুখ।