শ্রীমঙ্গলে ৪ দিনব্যাপী বর্ষবরণ উৎসব
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০১৫, ১০:৪৭ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল সংবাদদাতা
প্রতি বছরের ন্যায় এবারও অনুশীলনচক্রের উদ্যোগে পহেলা বৈশাখ থেকে শুরু হওয়া বৈশাখী মেলা আজ ১৭ এপ্রিল শেষ হতে চলছে। শেখ রাশেল শিশু উদ্যানে আয়োজিত এ বর্ণাঢ্য বর্ষবরণ উৎসবে ‘লোকজ সংস্কৃতি ও কৃষ্টি লালনের ল্েয’ এই স্লোগানকে বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে।
উদযাপন পরিষদের সেক্রেটারী বিকুল চক্রবর্ত্তীর জানান, লোকজ সংস্কৃতি ও কৃষ্টি লালনের লক্ষ্যে অনুশীলন চক্র শ্রীমঙ্গলের এই আয়োজন ১৪২২ বঙ্গাব্দে এসে ৩০ বছরে পা রাখলো। আমাদের এই আয়োজন শ্রীমঙ্গলের নিজস্ব ঐতিহ্যে পরিণত হয়েছে। সবার অংশগ্রহণ ও সহযোগীতায় এই মেলা এখন শ্রীমঙ্গলবাসীর প্রাণের উৎসব। মেলায় আগত দর্শনার্থীদের কথা মাথায় রেখে আইন-শৃংখলা বাহিনীর প থেকে প্রয়োজনীয় সব ধরণের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
মেলায় শিশু-কিশোরদের মাঝে সঙ্গীত, আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্যসহ বিভিন্ন শিা ও সাংস্কৃতিকমূলক প্রতিযোগিতা চলবে। উদীচী, বিজয়ী থিয়েটার, উচ্ছ্বাস থিয়েটার, কণ্ঠধ্বনি আবৃত্তিচক্র, সারগাম, নৃত্যাঙ্গন, কচিকাঁচার মেলা, বাউল পরিষদসহ প্রায় চল্লিশটি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে। বিভিন্ন ধরণের প্রদর্শনী স্টল ও বিপণন কেন্দ্রও বসেছে মেলায়। এবছর শিশু কিশোরদের জন্য প্রায় ১০০টি যাদু প্রদর্শনী মেলায় সংযুক্ত হয়েছে।