মৌলভীবাজারে ভিটামিন এ প্লাস ওরিয়েন্টেশন কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০১৫, ১০:২৩ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি
মৌলভীবাজারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপণ উপলে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে সাড়ে ১১ টার দিকে সিভিল সার্জন অফিসের আয়োজনে সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার হেমন্ত কুমার দাসের সভাপত্বিতে ও ডাক্তার সিনতিয়া বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন প্রেসকাবের সহ সভাপতি আব্দুল হামিদ মাহবুব, পাতা কুড়িঁর দেশ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম শেফুল, প্রথম আলো প্রতিনিধি সাংবাদিক আকমল হোসেন নিপু ।
বক্তব্য রাখেন, সাংবাদিক নজরুল ইমলাম মুহিব, সালেহ এলাহি কুটি, হাসানাত কামাল প্রমুখ।
ওরিয়েন্টশন কর্মশালা জানানো হয় শনিবার (২৫ এপ্রিল) মৌলবীবাজার জেলায় ১ হাজার ৭শত ৪৬ টি কেন্দ্রে ২ লক্ষ ৭৯ হাজার ৭৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। ওরিয়েন্টশন কর্মশালায় জেলার প্রিন্ট,অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।