কুলাউড়া-ফুলেরতল বাজার
আগুন লেগে ১৫ দোকানসহ ৪ কোটি টাকার ক্ষতি, ৪জন দগ্ধ
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০১৫, ১০:১৬ পূর্বাহ্ণ
কুলাউড়া সংবাদদাতা
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ফুলেরতল বাজারে আগুন লেগে ১৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট লোকজন। এ সময় আগুন নেভাতে গিয়ে ৪জন দোকান মালিক দগ্ধ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে ১৫ এপ্রিল বুধবার সকাল ৮টার দিকে।
বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান আহমদ চৌধুরী এ প্রতিবেদককে জানান, সকালে বাজারে হঠাৎ আগুন গেলে চারপাশে ছড়িয়ে পড়ে। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হন চার দোকান মালিক। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে বাজারের প্রায় ১৫টি পাকা দোকান পুড়ে গেছে।
কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আগুন নেভানো হয়েছে। কিন্তু কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা পুরোপুরি নিশ্চিত করে জানা যায়নি।