অশ্লিলতা ও বেহায়াপনার প্রতিবাদে তাওহীদী জনতার বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০১৫, ১১:৪৫ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি
অশ্লিলতা ও বেহায়াপনার প্রতিবাদে তরুণ ইসলামী সাংস্কৃতি কর্মিদের উদ্যোগে তাওহীদী জনতার ব্যনারে ১৭ এপ্রিল শুক্রবার বাদ-জুমা বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে। মৌলভীবাজার শাহ মোস্তফা দারুল উলুম মাদরাসা মসজিদের সামন থেকে মিছিলটি শুরু হয়ে প্রেসকাব মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
হাফিজ আবদুল বাছিতের সভাপতিত্বে ও মাও.আবিদুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ব্যারিস্টার মাও.মাহফুজুল ইসলাম, মাও. সৈয়দ সাইফুর রহমান, মাও. নাজমুল হক , মাও. মিছবাহউদ্দিন জুবায়ের ও সাইফ রহমান প্রমুখ।