আল্লামা হুছামুদ্দীন চৌধুরী বলেন
কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে ইসলামের জন্য কার দরদ কতটুকু
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০১৫, ৫:১১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ্ সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী বলেছেন, কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে ইসলামের জন্য কার দরদ কতটুকু। ইসলাম শুধু মুখের কথার উপর নির্ভরশীল নয়। কথা এবং কাজের সমন্বয় যার মাঝে রয়েছে প্রকৃত পক্ষে তাঁর মাঝেই ইসলামের জন্য দরদ রয়েছে ।
১৩ এপ্রিল সোমবার পৌর জনমিলন কেন্দ্রে সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) সমাজ সেবা পরিষদের আয়োজনে হযরত ফুলতলী (রহ.)র ঈসালে সাওয়াব উপলক্ষে খতমে বুখারী শরীফ ওয়াজ ও দুয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
সমাজসেবা পরিষদের প্রধান উপদেষ্ঠা মাওলানা আব্দুল কাউয়ূম সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ সভপতি সৈয়দ আবু শাহজাহান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিয আলাউর রহমান টিপু, সমাজসেবা পরিষদের উপদেষ্ঠা আকিল আহমদ, দিলদার হোসেন, এখলাসুর রহমান, জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা শামছুল ইসলাম, সহ সভাপতি মাওলানা মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইউনুছ আলী, জেলা তালামীযের সভাপতি কাউছার আহমদ প্রমুখ।