বড়লেখায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ আহত ৯
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০১৫, ৮:৫০ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় চান্দগ্রাম-বড়লেখা সড়কের গাজিটেকা নামক এলাকায় গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টায় একটি সিএনজি চালিত অটোরিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন।
আহতরা হলেন- পৌর শহরের মহুবন্দ গ্রামের বাসিন্দা আব্দুল ফাত্তাহ (৫৫), জুড়ী উপজেলার মিলন সরকার (২৫), বড়লেখা উপজেলার খায়রুল ইসলাম (২৩), ফয়জুল হক (৪৫), জাসমিন বেগম (৪০), সজিব আহমদ (১৭), তামিম আহমদ (৬), সাদিকুর রহমান (১৩), নেহার বেগম (৫৩)।
জানা যায়, গতকাল ১০ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার চান্দগ্রাম থেকে একটি সিএনজি চালিত আটোরিক্সা ৯জন যাত্রী নিয়ে বড়লেখা বাজারের দিকে আসছিল। এ সময় বড়লেখা থেকে এক মোটরসাইকেল আরোহী চান্দগ্রামের দিকে যাচ্ছিলেন। পরে পৌর শহরের গাজিটেকা নামক স্থানে পৌঁছালে বড়লেখা থেকে আসা মোটর সাইকেলের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সায় থাকা ৯ জন যাত্রী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।