কুলাউড়ায় কীটনাশক পানে যুবকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০১৫, ৮:০২ পূর্বাহ্ণ
বিশেষ সংবাদদাতা ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বালিয়া টিলা গ্রামে তোরাব মিয়া (২৮) নামে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। গতকাল ১০ এপ্রিল শুক্রবার দুপুরে কীটনাশক পান করলে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়।
জানা যায়, বালিয়াটিলা গ্রামের বাহার উল্যার ছেলে তোরাব মিয়া স্ত্রীর সাথে দাম্পত্য কলহের জের ধরে কীটনাশক পান করে। পরে তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার কোন উন্নতি না হলে পরে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।
হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ আলী আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, নানা গুঞ্জন শোনা গেলেও কী কারণে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।