কুলাউড়ায় কালিটি চা বাগানে গাছ চোর চক্রের হামলায় ২ পাহারাদার গুরুতর আহত
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০১৫, ৯:৪২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়ায় গাছ চোরের হামলায় কালিটি চা বাগানের দুই পাহারাদার গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় দুই পাহারাদারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাতে।
জানা যায়, গতকাল ১০ এপ্রিল শুক্রবার রাতে বাগানের শ্রমিকদের মধ্যে একটি গাছ চোর চক্র কালিটি চা বাগান থেকে কয়েকটি গাছ কেটে চুরি করে নেওয়ার চেষ্টা করছিল। এ সময় দায়িত্বরত বাগানের পাহারাদার করের গ্রামের রফিক মিয়ার ছেলে কলমধর মিয়া (৩৮) ও এরশাদ আলীর ছেলে মনির হোসেন (৪৫) বাধা দিলে গাছ চোররা দা, কুড়াল দিয়ে দুই পাহারাদের শরীর ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়।
পরে আহতদের চিৎকারে লোকজন এগিয়ে এসে মুমূর্ষ অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্থর করেন।
কালিটি চা বাগানের ব্যবস্থাপক রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গাছ চোরদের হামলায় দুই পাহারাদার গুরুতর আহত হয়েছেন। দুজনেরই অবস্থা আশংকাজনক। গাছ চোরদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, ঘটনা শুনেছি। বাগান কর্তৃপক্ষের অভিযোগ পাওয়া মাত্রই আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।