জুড়ীতে এক ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০১৫, ৯:২৭ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজাররে জুড়ী উপজেলায় আব্দুল মন্নান (৪৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নরে পশ্চিম শিলূয়া গ্রামরে মৃত জহরি আলীর ছেলে।
জানা যায়, গতকাল ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে বাড়ির পাশের টিলার আম গাছের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় আব্দুল মন্নানের লাশ পরবিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রোকন উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি স্বীকার করে আজ ১০ এপ্রিল শুক্রবার সকালে জানান, ময়না তদন্ত প্রতিবেদন না পেয়ে বলা যাচ্ছে না এটি হত্যা না আত্মহত্যা। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।