রাজনগরে কালবৈশাখীতে ১ বৃদ্ধ নিহত, বোরো ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি
প্রকাশিত হয়েছে : ৯ এপ্রিল ২০১৫, ৮:০৪ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামে শিলাবৃষ্টিতে সৈয়দ মনফর আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। আজ সকাল ৯টার দিকে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ফতেপুর ও মুন্সিবাজার ইউপির’র বোরো ফসলী ক্ষেতের প্রচুর ক্ষয়-ক্ষতি হয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন, আজ সকাল ৯টার দিকে সোনাটিকি গ্রাম এলাকায় আচমকা শিলাবৃষ্টি শুরু হয়। এতে মনফর আলীসহ ৮ জন আহত হন। গুরুতর আহত মনফর আলীকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
শিলাবৃষ্টিতে ফতেপুর ইউপি’র কাশিমপুর, আব্দুল্লাহপুর, জাহিদপুর, চড়কারপাড় ও মুন্সিবাজার ইউপি’র মেদেনিমহল, সোনাটিকি, মিয়ারগাঁও গ্রামের বোরো ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।