কমলগঞ্জে মায়া হরিণ শাবক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৮ এপ্রিল ২০১৫, ১২:২৩ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর এলাকা থেকে বুধবার সকালে একটি মায়া হরিণ শাবক উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধাকৃত মায়া হরিণটি দুপুরে সিলেটের টিলাগড় বনবিটে হস্তান্তর করা হয়েছে।
কুরমা বনবিট কর্মকর্তা শাহান শাহ্ আকন্দ বলেন, নিয়মিত টহলের অংশ হিসাবে বুধবার সকালে ভারত সীমান্তবর্তী সংরক্ষিত বনাঞ্চলের গোলের হাওর এলাকায় টহলকালে মায়া হরিণের একটি শাবক স্থানীয় লোকজনের সহযোগীতায় বনকর্মীরা উদ্ধার করে । ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষীরা মায়া হরিণটি ধাওয়া করলে সেটি সীমান্তের কাটা তারের মধ্যদিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। লম্বায় ৩ ফুট ও উচ্চতায় ২২ইঞ্চির পুরুষ জাতের এই মায়া হরিণের পিঠে ও মাথায় কাটার আঘাত রয়েছে।
রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা মামুন আল আমান মোহাম্মদ মালেকুজ্জামান জানান, উদ্ধারকৃত হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বুধবার দুপুরে সিলেটের টিলাগড় বনবিটে হস্তান্তর করা হয়েছে।