শেরপুরে দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৮ এপ্রিল ২০১৫, ১২:৩৫ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারিকে শারীরিক নির্যাতনকারী ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষক হাবিবুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অপসারণ দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আয়োজনে আজ ৮ এপ্রিল বুধবার দুপুরে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বেলাল আহমদ, রোমান আহমদ মাসুম, সাহেদ আহমদ, সৈয়দ মুজিবুল হক, সালাহ উদ্দিন, সাজেল আহমদ, মাহী মোফাদ প্রমুখ।
আজাদ বখত উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শিহাবুর রহমান জানান, এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকর্মীদের ডিউটির টাকা আত্মসাৎ, অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, প্রধান শিক্ষক হাবিবুর রহমান অফিস সহকারি দিপক কুমার দাসকে মৌখিক নির্দেশ দেন অষ্টম ও নবম শ্রেণির রেজিস্ট্রেশনে বোর্ড নির্ধারিত ফি থেকে শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ৫০টাকা করে বেশি আদায় করার জন্য। অফিস সহকারি তার নির্দেশ অমান্য করে বোর্ডের নির্দেশনাকে গুরুত্ব দেন। এ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি প্রধান শিক্ষক অফিস সহকারিকে বিদ্যালয়ের অফিস কক্ষে শারীরিকভাবে লাঞ্ছিত করে।