কুলাউড়ায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ক্ষুব্ধ গ্রাহকদের হামলা, আহত ৩
প্রকাশিত হয়েছে : ৮ এপ্রিল ২০১৫, ৯:৪১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়ে তিনজন কর্মচারীকে আহত করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা । মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- অভিযোগ শাখার নাজিম উদ্দিন, মুরাদ খান ও লাইনম্যান আব্দুল মজিদ।
জানা যায়, উপজেলার কাছুর কাপন, উসলাপাড়া, চাতলগাঁও এলাকার ট্রান্সমিটারের ফেইস না থাকায় কিছু গ্রাহক বিদ্যুৎ অফিসে গিয়ে ফেইস লাগিয়ে দেয়ার কথা বলে। কিন্তু অপেক্ষার পরও সংশ্লিষ্ট কোনো কর্মচারী না গেলে এলাকার গ্রাহকরা ক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ অফিসে গিয়ে হামলা করে। হামলায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের তিন কর্মচারী আহত হন।
পার্শ্ববর্তী জাতীয় গ্রিড লাইনের দায়িত্বরত পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে পৌঁছে দেয়।
আহত মুরাদ ও মজিদকে কুলাউড়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপর আহত নাজিম উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুলাউড়া বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাফর উল্লাহ বলেন, ট্রান্সমিটারের ফেইসের জন্য যারাই হামলা করেছেন তাদের নামে মামলা করা হবে।
কুলাউড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মতিয়ার রহমান জানান, এ ব্যাপারে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা মামলা দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।