কুলাউড়ায় গলিত লাশ উদ্ধারকৃত গৃহবধূর স্বামীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ৭ এপ্রিল ২০১৫, ৯:২২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়ায় গলিত লাশ উদ্ধারকৃত গৃহবধূ আজিরুন বেগমের স্বামী আনসার মিয়া সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ৪ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল ৬ এপ্রিল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গত ২ এপ্রিল আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
গত ২৬ মার্চ বৃহস্পতিবার স্বামী আনছার মিয়া ও স্ত্রী আজিরুনের পারিবারিক কলহ হয়। এক পর্যায়ে স্বামী স্ত্রীকে শারীরিক নির্যাতন করে। স্ত্রীও স্বামীকে ধারালো কিছু দিয়ে পাল্টা আঘাত করলে আনছার মিয়ার গলার একাংশ কেটে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার দিন থেকেই আজিরুন বেগম নিখোঁজ ছিলেন।
গত ৫ এপ্রিল রোববার কুলাউড়া উপজেলার গাজীপুর বস্তি গ্রাম থেকে গৃহবধূ আজিরুন বেগম (৩২) এর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।
লাশ উদ্ধারের খবর ভয়ে গতকাল ৬ এপ্রিল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে আনসার আলী সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ৪ তলা থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। তিনি ৪র্থ তলার ৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালের নিচ থেকে তার লাশ উদ্ধার করে।
আনসার আলীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে নগরীর লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল জানা,- লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।