শ্রীমঙ্গলে রিসোর্ট তত্ত্বাবধায়কের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৭ এপ্রিল ২০১৫, ৭:২৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ ৭ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টার দিকে একটি রিসোর্ট তত্ত্বাবধায়কের লাশ উদ্ধার করেছে পুলিশ। পাশের নির্মাণাধীন ‘রেস্ট হাউজ’র সীমানা থেকে লাশটি উদ্ধার করা হয়। নির্মাণাধীন স্থাপনার সিমেন্ট চুরি দেখে বাধা দেওয়ায় লোহার রড দিয়ে মাথায় আঘাত করে দুর্বৃত্তরা তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত আইয়ূব আলী (৫৫) শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকার ‘রেইন ফরেস্ট রিসোর্টের’ তত্ত্বাবধায়ক ছিলেন।
তার বাড়ি আদ্যপাশা গ্রামে, থাকতেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা সদরের নতুন ব্রিজের কাছে।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক কেএম নজরুল লাশ উদ্ধারের ঘটনা স্বীকার করে জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে রেইন ফরেস্ট রিসোর্টের পাশে একটি নির্মাণাধীন রেস্ট হাউজের পুকুর পাড়ে আইয়ূবের লাশ পাওয়া যায়। নিহতের মাথার দুই জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের কাছে নির্মাণাধীন রেস্ট হাউজের সীমানা প্রাচীরের পাশে একটি সিমেন্টের বস্তা পড়ে থাকতে দেখা গেছে।
পরিদর্শক নজরুল আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, নির্মাণাধীন স্থাপনার সিমেন্ট চুরি দেখে বাধা দেওয়ায় লোহার রড দিয়ে মাথায় আঘাত করে দুর্বৃত্তরা তাকে খুন করেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।