লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত
প্রকাশিত হয়েছে : ৭ এপ্রিল ২০১৫, ৮:১৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক :;
লালমনিরহাটে বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার সেলিমনগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফারুক হোসেন (৫০), তার মা জোবেদা বেগম (৭৫), ফারুকের স্ত্রী আনোয়ারা বেগম (৪২), ফারুকের ভাতিজা পারুল (৩৫) ও তার মেয়ে লামি।
তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রামদাস গ্রামে।
জানা যায়, রংপুর থেকে একটি বাস কুড়িগ্রাম যাচ্ছিল। পথে সেলিমনগরে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। দুর্ঘটনায় আরো তিনজন আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।