রাজনগরে যাত্রাগান আয়োজন নিয়ে উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ৭ এপ্রিল ২০১৫, ১১:০১ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার নন্দিউড়া গ্রামে ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়কের পাশে যাত্রাগান আয়োজন নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যাত্রাগানের বিপক্ষে ওই এলাকার সাধারণ মানুষ চৌধুরীবাজারে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার সময় বিক্ষোভ মিছিল করেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, রাজনগর উপজেলার নন্দিউড়া গ্রামে গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে থেকে প্রায় ৩৬ দিন অশ্লীল যাত্রাগান ও জুয়া হাউজি অনুষ্ঠিত হয়। সম্প্রতি এটি শেষ হলেও ওই স্থানের পাশেই অনুরুপ আরেকটি অশ্লীল যাত্রাগান ও জুয়া হাউজির চলছিল। অনুমোদনের আগেই সেখানে প্যান্ডেল নির্মাণ শুরু হয়।
এনিয়ে ওই এলাকার সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। গতকাল সোমবার দিবাগত রাতে ওই গ্রামের পার্শবর্তী চৌধুরীবাজারে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাকিমের আহ্বানে ভুজবল, মজিদপুর, উত্তর দাসপাড়া, দক্ষিন দাসপাড়া, নন্দিউড়া ও ভবানিপুর গ্রামের যুবকদের নিয়ে যাত্রা বিরোধী ও পহেলা বৈশাখ পালন নিয়ে আলোচনার আয়োজন করা হয়।
ইউপি সদস্য আব্দুল হাকিম জানান, সন্ধ্যার পর থেকে চৌধুরীবাজারে আয়োজক পক্ষ স্বসস্ত্র অবস্থান নেয়। তারা আলোচনা সভায় আসা লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ফিরিয়ে দিচ্ছিল। এসময় বাজারে উত্তেজনা দেখা দেয়। পাশের গ্রামের মাইকে ঘোষণা দেয়া হলে আরো লোকজন বাজারে আসতে থাকে।
খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকার উত্তেজিত জনতা অশ্লীল যাত্রার বিরুদ্ধে বাজারে লাঠি মিছিল করে।
ইউপি সদস্য আব্দুল হাকিম আরো জানান, এরপর থেকে যাত্রা সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে মোবাইল ফোনে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। তিনি নিরাপত্ত্বাহীনতায় আছেন।