আগামীকাল কুলাউড়ায় হযরত শাহ্ জালাল (রহ.) ও ৩৬০ আউলিয়ার ঈসালে সওয়াব মাহফিল
প্রকাশিত হয়েছে : ৬ এপ্রিল ২০১৫, ১১:৪৩ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলবীবাজারের কুলাউড়ায় আগামীকাল ৭ এপ্রিল মঙ্গলবার বাদ যোহর হইতে মধ্যরাত পর্যন্ত পৌর শহরের ঐতিহ্যবাহী ডাকবাংলো মাঠে হযরত শাহজালার(রহ.) ও ৩৬০ আউলিয়ার ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।
শাহজালাল যুব কল্যাণ পরিষদের আয়োজনে এ মাহফিলে সভাপতিত্ব করবেন খলিফায়ে ফুলতলী আলহাজ্ব হাফিজ মো. মহসিন খান।
প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন বাংরাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সভাপতি আল্লামা আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী।
এছাড়া মাহফিলে বিশেষ অতিথির বয়ান পেশ করবেন ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. সরকার মুহাম্মদ কাফিল উদ্দিন সালেহী, আবু বকর আল হোসাইনী, মাও. আব্দুল আহাদ জিহাদী ফেঞ্চুগঞ্জ।
এছাড়া বিশিষ্ট উলামায়ে কেরামগণ মহান ধর্ম ইসলামের শান্তি, সম্প্রীতি, উদারতা, পরমত সহিষ্ণুতার বিভিন্ন মহৎ দিক এবং আল্লাহ ও তাঁর রাসুল (স.) বিষয়ে ওয়াজ করবেন।