আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে বিজিবি মোতায়েন
প্রকাশিত হয়েছে : ৬ এপ্রিল ২০১৫, ১১:৩৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা জানান, আইনশৃঙ্খলা রক্ষায় রোববার রাত থেকে ঢাকায় ১০ প্লাটুন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১২৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এছাড়া মহাসড়কগুলোতে নাশকতা এড়াতে ১১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
মহসীন রেজা আরও জানান, এছাড়াও সারাদেশে আরও ৭০ প্লাটুন বিজিবি স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
প্রসঙ্গত, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য কামারুজ্জামানের করা আবেদন সোমবার খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ।
সর্বোচ্চ আদালত কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার পর সোমবারই এক বিবৃতিতে মঙ্গল ও বুধবার সারাদেশে হরতাল ডাকে জামায়াতে ইসলামী।