পূর্বদিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে বিশিষ্ঠ সমাজসেবী ও শিক্ষানুরাগী সৈয়দ আবু শাহজাহান
প্রকাশিত হয়েছে : ৫ এপ্রিল ২০১৫, ১২:৫৪ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পূর্বদিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলেন বিশিষ্ঠ সমাজসেবী ও শিক্ষানুরাগী সৈয়দ আবু শাহজাহান। আজ সকাল সাড়ে এগারটার দিকে পূর্বদিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমদ, সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, সহকারী সম্পাদক মহসিন মুরাদ, ব্যবস্থাপনা পরিচালক মুসলেহ উদ্দিন সাইফুল্লাহ প্রমুখ।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার উপর গুরুত্ব আরোপ করে বিশিষ্ঠ সমাজসেবী ও শিক্ষানুরাগী সৈয়দ আবু শাহজাহান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রয়োজনীয়তা তুলে ধরে সমাজ সেবায় অনন্য ভূমিকা পালন করে। সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বিষয় জনসম্মুখে ফুটিয়ে তোলাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনেন। তিনি সাপ্তাহিক পূর্বদিক ও পূর্বদিক অনলাইনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।