কুলাউড়ায় গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার, গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ৫ এপ্রিল ২০১৫, ১১:১৪ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়া উপজেলার গাজীপুর বস্তি গ্রাম থেকে আজ ৫ এপ্রিল রোববার আজিরুন বেগম (৩২) নামক এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।
গৃহবধূর ভাই আব্দুল হকের থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গৃহবধূ আজিরুন বেগমের সাথে স্বামী আনছার আহমদ ও তার পরিবারের সাথে বিরোধ চলছিলো। কলহের একপর্যায়ে প্রায় ৪ মাস আগে গৃহবধূ আজিরুন বেগম সন্তানসহ বাবার বাড়ি রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের কলাগ্রামে চলে যান। গত ৩১ মার্চ স্থানীয় লোকজনের মধ্যস্থতায় পূনরায় তিনি স্বামীর বাড়ি ফিরে আসেন।
স্বামীর বাড়ি ফিরে যাওয়ার পর কয়েকদিন ধরে বোনের কোন খোঁজ না পেয়ে ভাই আব্দুল হক গত ৩ এপ্রিল তার বোনের বাড়ি গাজীপুর বস্তিতে আসেন। বোনকে না পেয়ে বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে বাড়ির লোকজন একেকজন একেক রকম কথা বলেন। কোন সদুত্তোর না পেয়ে হতাশ হয়ে ফিরে যান আব্দুল হক।
গতকাল ৫ এপ্রিল রোববার পুনরায় বোনের বাড়ি আসেন তিনি। এসময় রান্নাঘর তালাবদ্ধ দেখতে পান এবং ঘর থেকে পচা লাশের গন্ধ পেয়ে তিনি বিষয়টি কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহানকে জানান। চেয়ারম্যান বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।
এঘটনায় গৃহবধূর ভাই আব্দুল হক বাদী হয়ে কুলাউড়া থানায় ১৩ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামী করে মামলা (নং-০৭, তারিখ-০৫/০৪/১৫ইং ধারা-৩০২/২০/৩৪ দ.বি.) দায়ের করেন।
ঘটনার সাথে জড়িত থাকার দায়ে গৃহবধূর শশুর উছমান আলী (৬৫), শ্বাশুড়ী হাছনা বেগম (৪০) ও ননদ রিমা আক্তার (১৭) কে আটক করেছে পুলিশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদেরও আটকের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।