বার্মিংহাম আল ইসলাহ’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩ এপ্রিল ২০১৫, ৮:৫১ পূর্বাহ্ণ
বার্মিংহাম, ইউকে প্রতিনিধি ::
আনজুমানে আল ইসলাহ ইউকে বার্মিংহাম শাখার উদ্যোগে গত ১ এপ্রির বুধবার দুপুরে লজেলস বাংলাদেশ ইসলামিক সেন্টারে নবগঠিত পরিষদের অভিষেক অনুষ্ঠান সু সম্পন্ন হয়েছে।
শাখার প্রেসিডেন্ট মাও. কাজী সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাও, মো হুসাম উদ্দিন আল-হুমায়দীর উপস্থাপনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ডস আল ইসলাহর সাবেক প্রেসিডেন্ট প্রধান আলেমে দ্বীন মাও. আব্দুল হক নুমানী, বাংলাদেশ আনজুমান আল ইসলাহ’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মিডল্যান্ডস আল ইসলাহ’র সেক্রেটারি আলহাজ হাফিজ সাব্বির আহমদ আহমদ।
বক্তৃতা পর্বে সম্মানিত অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্যে বলেন, প্রত্যেক মানুষকে নাম-ধামের খায়েশ পরিত্যাগ করতে হবে। নিজেকে সংশোধন করতে হবে। বিশেষ করে আনজুমানে আল ইসলাহর প্রত্যেক সদস্যকে আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে কাজ করার শপথ নিতে হবে।
অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হাজী হাসন আলী হেলাল, মাও. আতিকুর রহমান, মাও. আব্দুল মুনিম, মো. সাহাবউদ্দিন, রায়হান আহমদ চৌধুরী, মাও. বদরুল হক খান, মো. সাইফুল আলম, হাজী তারা মিয়া, মাও. এহসানুল হক, মুদচ্ছির আলী, হাজী সাইদুর রহমান, শামীম আল মামুন, নাজমুল হোসাইন, হাজী মো. আব্দুল মামুন, মাস্টার আব্দুল বাসির প্রমুখ।
মুনজাতের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি হয়।