কোম্পানীগঞ্জে চার লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩ এপ্রিল ২০১৫, ৩:০৫ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।
আজ ৩ এপ্রিল শুক্রবার ভোরে বিজিবি পাঁচ ব্যাটালিয়নের কালাইরাগ সীমান্ত ফাঁড়ির জওয়ানরা স্থানীয় মাঝেরটুক এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মদের চালানটি উদ্ধার করেন।
অভিযানে নেতৃত্বদানকারী হাবিলদার হুমায়ন কবির জানান- উদ্ধারকৃত মদের মধ্যে দুইশ ৪০ বোতল অফিসার চয়েস, ৪৮ বোতল থান্ডার বিয়ার ও ৩৬টি বিয়ার ক্যান রয়েছে।
জব্ধকৃত মাদকের মূল্য আনুমানিক তিন লাখ ৮১ হাজার টাকা বলে জানান তিনি।