কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, এসএসসি পরিক্ষার্থী আহত
প্রকাশিত হয়েছে : ৩ এপ্রিল ২০১৫, ৬:১৫ পূর্বাহ্ণ
বিশেষ সংবাদদাতা ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পীরেরবাজার এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ মারা গেছে ও আহত হয়েছে এক এসএসসি পরিক্ষার্থী । গতকাল ২ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘনাটি ঘটে।
জানা যায়, হাজীপুরের বিলের পার গ্রামের জোনাব আলী মটরসাইকেলে তার মেয়েকে নিয়ে এসএসসির ব্যবহারিক পরীক্ষার জন্য রবিরবাজার পরীক্ষা কেন্দ্র আলী আমজাদ উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন। স্থানীয় পীরেরবাজার এলাকায় আসার পর জোনাব আলীর মোটরসাইকেলের ধাক্কায় রাস্তা পারাপারকালে বৃদ্ধ জমির আলী (৭০) এবং এসএসসি পরিক্ষার্থী সাজেদা আক্তার এ দুর্ঘটনায় আহত হয়।
গুরুতরভাবে আহত বৃদ্ধকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে স্থানান্তরকালে পথিমধ্যে বৃদ্ধের মৃত্যু হয়। নিহত বৃদ্ধের বাড়ি হাজীপুর ইউনিয়নের মাঝের গল্লি গ্রামে।
এসএসসি পরিক্ষার্থী সাজেদা আক্তারকে মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তারা জানেন না, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।