সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টি: বোরো ফসল ব্যাপক ক্ষতিগ্রস্ত
প্রকাশিত হয়েছে : ২ এপ্রিল ২০১৫, ৬:৪১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জে প্রচণ্ড শিলাবৃষ্টিতে দিরাই, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার প্রায় ৯ হাজার হেক্টর বোরো জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল ১ এপ্রিল বুধবার বিকেলে এ তিন উপজেলার বেশ কয়েকটি হাওরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে এ ক্ষয়ক্ষতি হয়।
দিরাই উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা রণধীর চৌধুরী জানান, বিকেল সাড়ে ৩টার দিকে দিরাই উপজেলার জগদল ইউনিয়ন, করিমপুর, ভাটিপাড়া ও রফিনগর ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়। এতে প্রায় ৫ হাজার হেক্টর বোরো জমির পাকা ও আধাপাকা ধান ক্ষতিগ্রস্ত হয়।
জামালগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মুকসেদুল হক জানান, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার ভীমখালি ইউনিয়ন, ফেনারবাক ও জামালগঞ্জ সদর ইউনিয়নের ৪ হাজার হেক্টর বোরো জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ধর্মপাশা উপজেলা কৃষিকর্মকর্তা সোয়েব আহমেদ জানান, শিলাবৃষ্টিতে উপজেলার জয়শ্রী ইউনিয়ন, সুখাইররাজাপুর উত্তর, মধ্যনগর ও ধর্মপাশা সদর ইউনিয়নের ৪ শতাধিক হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব ইউনিয়নের ক্ষতিগ্রস্থ হাওরগুলো হচ্ছে, ধানকুণিয়ার হাওর, সোনামড়ল, চন্দ্র সোনারতাল হাওরের ধারাম এলকালা এবং গুরমার হাওর।
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে প্রতিবেদন পাঠানোর জন্য উপজেলা নির্বার্হী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হচ্ছে।