শ্রীমঙ্গলে বাস উল্টে খাদে: নারীসহ নিহত ২, আহত ১২
প্রকাশিত হয়েছে : ২ এপ্রিল ২০১৫, ১১:২৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
শ্রীমঙ্গলের কালাপুর পেট্রোল পাম্পের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস খাদে উল্টে পড়ে নারীসহ দুজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ ২ এপ্রিল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারগামী একটি মিনিবাস উপজেলার কালাপুর পেট্রোল পাম্পের পাশে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই কুলাউড়া উপজেলার মিশন সিংগুরপুঞ্জির আমির হোসেন (২০) ও সদর উপজেলার থানাবাজার এলাকার ফজল মিয়ার স্ত্রী পারভিন বেগম (৪৫) মারা যায়।
লাশ মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে আনা হয়েছে।
আহতদের মধ্যে চন্দন (৫০), রোকেয়া বেগম (৪০), আব্দুস সবুর (২৩), অলক (২৫), বিপুল (৩০), মোহাম্মদ আলী (৪৫), শাকিল মিয়া (২৫), আবদাল মিয়া (২৫) ও ছায়ারুন বেগম (৪৫) মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল দুই জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত মিনিবাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।