মৌলভীবাজারে অটিজম সচেতনতা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২ এপ্রিল ২০১৫, ১১:১৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
‘অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা একীভূত সমাজ গঠনের শুভ বারতা’— শ্লোগানকে প্রতিপাদ্য করে র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৫।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আজ ২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্য্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা কামরুন নাহারের উপস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. সিনথিয়া, চন্দন কুমার পাল, ডিডি রায় বাবলু, জেলা শিক্ষা কর্মকর্তা সুবোধ চন্দ্র চৌধুরী, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অরবিন্দ সেনগুপ্ত, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিলুফার ইয়াসমিন প্রমুখ।