মৌলভীবাজারে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত
প্রকাশিত হয়েছে : ১ এপ্রিল ২০১৫, ৯:২৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
‘‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’’— শ্লোগান নিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ সাপ্তাহ ২০১৫।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আজ পহেলা এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০টায় পৌর জনমিলন প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউস প্রাঙ্গনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ অংশ নেন।
র্যালি ও মানব বন্ধন শেষে পৌর জনমিলন কেন্দ্রে এক আলোচনা সভা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত অরিরিক্ত সচিব এ এস আব্দুল কাদির মাহমুদের সভাপতিত্বে ও এস এম উমেদ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। এ সময় জেলা প্রশাসক উপস্থিত সততা সংঘের শিক্ষার্থী সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্টানে বিশেষ অতিথির ছিলেন পৌরসভা মেয়র মো. ফয়জুল করিম ময়ুন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর উপ-পরিচালক মো. আবুল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি নূরজাহান সুয়ারা। অন্যান্যদের উপস্থিত ছিলেন ডা. আবুল মুহিত চৌধুরী, মুক্তিযোদ্ধা এস এম মুজিব, প্রবীন শিক্ষক মবশ্বির আলী প্রমুখ।
পরে অতিথিবৃন্দ দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।