‘ইসলামের প্রকৃত অনুসারীরা কখনো হারতে পারে না’— আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
প্রকাশিত হয়েছে : ১ এপ্রিল ২০১৫, ৬:১৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ইসলামের প্রকৃত অনুসারীরা কখনই হারতে পারে না। সত্যিকার অর্থে যারা নবীর আদর্শকে আঁকড়ে ধরেছে, যত বাধা বিপত্তিই আসুক না কেন, এক সময় তাদের বিজয় সুনিশ্চত। বিশ্বের দিগ্বিদিক আজ আউলিয়ায়ে কেরামের অনুসারীদের মাধ্যমেই ইসলামের আদর্শ ছড়িয়ে পরছে।
গতকাল ৩১ মার্চ মঙ্গলবার মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউ পির রসুলপুর গ্রামে মরহুম জাহিদ মিয়ার পরিবারবর্গের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিল বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ইসলামের বিরুদ্ধে শত ষড়যন্তের জাল ছিন্ন করে, ইসলামই অশান্ত পৃথিবীর মানুষের জন্য একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। কোন বিবেকবান মানুষ ইসলামের শাশ্বত আদর্শের বিরোধিতা করতে পারে না। সে যে কোন ধর্মেরই হোক না কেন। আল্লামা ফুলতলী (র.) আমাদেরকে ইসলামের সঠিক যে আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন, তা যেন আমরা আঁকড়ে থাকতে পারি।
ওয়াজ ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন খৈশাউড়া জামে মসজিদের খতিব মাও. হেলাল উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন আল্লামা আব্দুল কাইয়ূম খান, প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা বদরুজ্জামান রিয়াদ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস নগর ইউ পি চেয়াম্যান রুমেল আহমদ, মুজিবুর রহমান সাজাহান, সেলিম আহমদ, মুজাহিদ আহমদ, ফারুক আহমদ প্রমুখ ।