আইসিসি সভাপতি পদ থেকে মুস্তফা কামালের পদত্যাগ
প্রকাশিত হয়েছে : ১ এপ্রিল ২০১৫, ৮:১২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আহম মুস্তফা কামাল।
আজ বুধবার দুপুরে অস্ট্রেলিয়া থেকে ঢাকা ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
মুস্তফা কামাল বলেন, ‘এখন থেকে আমি যে বক্তব্য দেব তা হবে আইসিসির সাবেক সভাপতির বক্তব্য। ক্রিকেটকে কলুষিত করা হয়েছে। তবে আমি মনে করি ক্রিকেট বিজয়ী হয়েছে।’
পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, ‘অসাংবিধানিকভাবে যারা কাজ করে তাদের সঙ্গে আমার কাজ করা সম্ভব নয়।’
পরে ইংরেজিতে লিখিত বক্তব্য পাঠ করেন মুস্তফা কামাল।
এরপর প্রশ্নোত্তর পর্বের শুরুতেই তিনি বলেন, ‘এখন আমি আর আইসিসির সভাপতি নই। তাই এ বিষয়ে প্রশ্ন নিতে কোনো সমস্যা নাই। আজ সব প্রশ্নই নেব।’
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুস্তফা কামাল।
এক প্রশ্নের জবাবে আইসিসির চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘উনার নাম বলতেও আমার ঘৃণা হয়। যারা সংবিধান পরিপন্থি কাজ করতে পারে তাদের সঙ্গে আমার কাজ করার ইচ্ছা নাই।’
এর আগে লিখিত বক্তব্যে মুস্তফা কামাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়া, আইসিসির সাবেক সভাপতি শারদ পাওয়ারসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এসময় তিনি আরও বলেন, ‘২/১ জন নোংরা মানুষের জন্য আইসিসিকে দোষারোপ করা যাবে না।