কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০১৫, ১২:০৬ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
“বিজ্ঞান ভিত্তিক তথ্য জানি- দুর্যোগের ক্ষতি কমিয়ে আনি” — প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ৩১ মার্চ মঙ্গলবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক এলাকা হতে এক র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আসাদুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, গোলাম কিবরিয়া প্রমুখ।