জাফলংয়ে পাথরকোয়ারিতে মাটি চাপায় শ্রমিক নিহত, আহত ২
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০১৫, ১০:৫০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মাটি চাপায় এক শ্রমিক নিহত ও দুই শ্রমিক আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ৩০ মার্চ সোমবার সকালে জাফলংয়ের জুমপার এলাকায় কয়েকজন শ্রমিক একটি পাথর উত্তোলনের গর্তে কাজ করছিল। এ সময় হঠাৎ করে গর্তের পার ধ্বসে পড়লে আলী আহমদ, আমজাদ আলী ও বেলাল হোসেন নামে তিন শ্রমিক মাটি চাপা পড়ে। আহত শ্রমিকদের স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে গুরুতর আহত আলী আহমদের মৃত্যু হয়। সে সুনামগঞ্জ জেলার দুয়ারা বাজার উপজেলার আলমপুর গ্রামের এরশাদ আলীর পুত্র।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই মাটি চাপা পড়ে এক ব্যাক্তি নিহত হওয়ার সত্যতা স্বীকার করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।