কমলগঞ্জে মোটরসাইকেলসহ চোর আটক
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০১৫, ৯:১৫ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মোটর সাইকেলসহ এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা । আজ ৩১ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ব্যবসায়ী মো. আব্দুস শহীদের ব্যবহৃত মোটর সাইকেল (মৌলভীবাজার হ ১১-৮২১৩) নিয়ে আন্তঃজেলা চোরচক্রের হোতা জুয়েল মিয়া (২৫) পালিয়ে যায়। জুয়েল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দক্ষিণ নরপতি গ্রামের আব্দুল আলীর ছেলে।
মোটর সাইকেল চুরি হওয়ার সাথে সাথে স্থানীয় জনতাসহ কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন পালের নেতৃত্বে পুলিশের একটি দল ধাওয়া করে মুন্সীবাজার এলাকায় মোটরসাইকেলসহ চোরকে আটক করে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জুয়েল আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের হোতা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।