বড়কাপনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০১৫, ২:০৭ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপনে বড়কাপন যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ মার্চ সোমবার বিকাল ৪টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় জুবেল একাদশ পাড়াশিমইল ৩-০ গোলে ফ্রেন্ডস একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করে।
প্রায় ৫ হাজারের বেশি দশর্কদের উপস্থিতিতে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণি অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়াম্যান মিছবাহুর রহমান চৌধুরীর সভাপতিত্ব করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ওয়াহীদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইখতিয়ার উদ্দিন আরাফাত, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক মিন্টু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ নানু মিয়া, খায়রুল আলম বাচ্চু, আবুল কালাম কালা মিয়া, মিলন আহমদ চৌধুরী, ইন্তাজ মিয়া, মো. সাহাব উদ্দিন, বেলাল আহমেদ মুছলেউদ্দিন মোহন, রুয়েল আহমদ, সাইদুল ইসলাম তানবীর, সুমন আহমদ, বাবলু মিয়া মাহবুবুর রহমান জিল্লু প্রমুখ।
খেলায় ধারাভাষ্যে ছিলেন জুনেদ আহমদ চৌধুরী ও কামরুজ্জামান কামরান।