রাজনগরে ফেনসিডিলসহ ২ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০১৫, ১২:২১ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
রাজনগরে ২৪ বোতল ফেনসিডিলসহ ২ যুবককে আটক করেছে রাজনগর থানা পুলিশ। আজ ২৯ মার্চ বিকাল সাড়ে ৩টার সময় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের কুর্ণিগ্রাম মোড় থেকে একটি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। এব্যাপারে রাজনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, আজ বিকালে সাড়ে ৩টার সময় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের কুর্ণিগ্রাম মোড়ে মৌলভীবাজার যাওয়ার পথে উপ-পরিদর্শক (এসআই) হিল্লোল রায় ও আবুল হোসেনের নেতৃত্বে রাজনগর থানার একদল পুলিশ দুই মোটরসাইকেল (মৌলভীবাজার-ল-১১-১০২৬) আরোহীর গতিরোধ করে। এসময় তাদের দেহে তল্লাশি চালিয়ে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রাজনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
আটককৃতরা হল- সদর উপজেলার গুজারাই গ্রামের শওকত মিয়া (৩৭), সোনাপুর সড়কের বড় বাড়ির মিনারুল আলম মজুমদার (৩৫)।
মৌলভীবাজারে বিক্রির জন্য ফেনসিডিল রাজনগরের মুন্সিবাজার এলাকা থেকে নিয়ে যাচ্ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।