জুড়ী উপনির্বাচনে মিলি বেসরকারিভাবে নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০১৫, ১:০০ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মর্যাদার লড়াইয়ের নির্বাচনে সমাজকল্যাণ মন্ত্রী সমর্থিত প্রার্থী গুলশান আরা মিলি বিজয়ী হয়েছেন। তৃণমূল আ’লীগ মনোনীত হুইপ সমর্থিত প্রার্থী বদরুল হোসেন মাষ্টার দ্বিতীয় হয়েছেন। আজ ২৯ মার্চ রোববার মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
মোট ৩৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে গুলশান আরা মিলি ঘোড়া প্রতীক পেয়েছেন ২২ হাজার ৪৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হুইপ সমর্থিত প্রার্থী আনারস প্রতীক পেয়েছেন ১১ হাজার ৭৬৩ ভোট। বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন উড়োজাহাজ প্রতীক পেয়েছেন ১১ হাজার ৫৭৬ ভোট।
উল্লেখ্য, সম্প্রতি জুড়ী উপজেলা চেয়ারম্যান এমএ মুমিত আসুক মারা গেলে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে সদ্য প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রী মিলি জয়ী হলেন।
সহকারি রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বেসরকারিভাবে মিলি নির্বাচিত হওয়ার সত্যতা ও উল্লেখিত ফলাফল প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।