মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগৎপুর দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০১৫, ১০:১৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ২৮ মার্চ শনিবার দুপুরে মৌলভীবাজারের জগৎপুর দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
ছাত্র সংসদ’র আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় মাদ্রাসার সুপার মাও. ইলিয়াস আল হুমায়েদীর সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার ভাইস চেয়াম্যান আলহাজ হাফিজ আলাউর রহমান টিপু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সুপার মাও. নিজাম উদ্দীন চৌধুরী, মাও. গউস উদ্দীন, মাও. শায়েস্তা খান, সদর উপজেলা তালামীজ,র সভাপতি রাজন আহমদ, আখাইলকুড়া ইউপির সাধারণ সম্পাদক আলি রাব্বি রতন, সৈয়দ শাহেদ আলী, আকাইদুর রহমান জয় প্রমুখ।