১৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
আগামীকাল জুড়ী উপনির্বাচন
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০১৫, ১১:৪৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাত পেরোলেই জুড়ী উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন। দুই ভিআইপির মর্যাদার লড়াইয়ের জেলার উৎসুক জনতার দৃষ্টি জুড়ীর দিকে। ক্ষমতাসীন দলের সমাজকল্যাণ মন্ত্রী ও হুইপ দুই ভিআইপির দুই প্রার্থী থাকায় মর্যাদার লড়াইয়ে নির্বাচনে জয় পরাজয় নিয়ে জনমনে উচ্ছ্বাসের সাথে আতঙ্ক উৎকণ্ঠাও বিরাজ করছে। প্রশাসনেও এ নিয়ে আতঙ্কের শেষ নেই। উপজেলা প্রশাসন ১৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।
জানা যায়, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামীকাল ২৯ মার্চ রোববার। নির্বাচন কমিশন ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। উপনির্বাচনে ৩৮টি কেন্দ্রে ৮৯ হাজার ৪০১ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। ৪৫০ জন কর্মকর্তা/কর্মচারী, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করতে কেন্দ্রে চলে গেছেন। উপজেলা প্রশাসন জানিয়েছে ৩৮টি কেন্দ্রের মধ্যে বাছিরপুর, মানিকশিং, বড়ধামাইসহ ১৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এ সকল কেন্দ্রের কড়া সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ, আনসারের পাশাপাশি সারা উপজেলায় বিজিবি টহল থাকবে এবং র্যাবও থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সুত্র।
নির্বাচনে ৬ জন প্রার্থী অংশ গ্রহণ করলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তৃণমূল আওয়ামী লীগের ভোটে প্রার্থী বদরুল হোসেন (আনারস প্রতীক) ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান এম এ মুমীত আসুকের স্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রীর সমর্থনপুষ্ট গুলশান আরা মিলি (ঘোড়া প্রতীক) এবং বিএনপির গিয়াস উদ্দিন (হেলিকপ্টার প্রতীক)।
আওয়ামীলীগের দুই প্রার্থীর পক্ষে সরকারের একজন মন্ত্রী ও একজন হুইপ এর পাল্টাপাল্টি অবস্থানের কারণে দুই ভিআইপির মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে। বিএনপিরও একাধিক প্রার্থী থাকায় তাদের মধ্যেও রয়েছে স্পষ্টত দলীয় কোন্দল। তবে আ’লীগের মতো ভিআইপি সমর্থন না থাকায় বিএনপির গিয়াস উদ্দিন দলীয়ভাবে বেশ ভাল অবস্থানে রয়েছেন এমন কথা জানালেন সাধারণ ভোটারদের অনেকে।
তৃণমূলভোটে মনোনীত জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বদরুল হোসেন মাষ্টার। তার পক্ষে কাজ করতে হুইপ শাহাব উদ্দিন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে নির্দেশ দিয়েছেন। তবে প্রয়াত উপজেলা চেয়ারম্যান এম এ মুমীত আসুকের স্ত্রী ও গুলশান আরা মিলির পক্ষে জোর সমর্থন রয়েছে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর।
সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম আজ শনিবার বিকেল ৫টায় মোবাইল ফোনে বলেন ১৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।