উপনির্বাচনে আ’লীগ সমর্থিত দুই প্রাথীর পাশাপাশি স্থানে জনসভা আহ্বান
জুড়ীতে ১৪৪ জারি, অতিরিক্ত পুলিশ মোতায়েন
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০১৫, ১০:২৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
জুড়ী উপজেলা সদরে আজ শুক্রবার দুপুর ১২ থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আ’লীগ সমর্থিত দুই প্রার্থী শহরে পাশাপাশি দুই স্থানে মিটিং আহ্বান করে। ফলে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হতে পারে এই আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়। আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য উপনির্বাচনের আগেই এমনটা ঘটল।
জানা যায়, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোমিত আসুক মারা গেলে চেয়ারম্যান পদ শূন্য হয়ে পড়ে। শূন্য পদে আ’লীগ বিএনপির একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় অবতীর্ণ হন। ক্ষমতাসীন দলের দুই প্রার্থী হলেন তৃণমূল আ’লীগের ভোটে নির্বাচিত প্রার্থী বদরুল হোসেন মাষ্টার। তিনি হুইপ আলহাজ শাহাব উদ্দিন সমর্থিত প্রার্থী। অপরদিকে তৃণমূলের ভোটে পরাজিত সদ্য মৃত্যুবরণ করা উপজেলা চেয়ারম্যানের স্ত্রী গুলশান আরা মিলি সমাজকল্যাণ মন্ত্রীর আশির্বাদ নিয়ে এই পদে প্রতিদ্বন্দ্বীতায় অবতীর্ণ হয়েছেন। শুক্রবার প্রচারণার শেষ দিনে উপজেলা শহরে পাশাপাশি দুই স্থানে ক্ষমতাসীন দলের দুই প্রার্থী সভা আহবান করলে দুই পক্ষের সমর্থকদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করে। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন শহর এলাকায় শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সব ধরণের প্রচারণা, জনসভা নিষিদ্ধ করেন। অতিরিক্ত পুলিশ শহরে টহল দিচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষে মাইকিং করে ১৪৪ ধারা জারির কথা জানিয়েছে।
সহকারি রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জুড়ী শহরে ১৪৪ জারির সত্যতা স্বীকার করে জানান দুই প্রার্থী পাশাপাশি স্থানে জনসভা আহ্বান করায় আইন শৃখলার অবনতি হতে পারে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।