সিলেটে শহীদ মিনারে ফুলে ফুলে বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৫, ১:৩৩ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহর থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নামে হাজারো মানুষের ঢল। রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, পেশাজীবীসহ বিভিন্ন সংগঠন আর মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠে শহীদ মিনার প্রাঙ্গণ। মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানীদের। রাত ১২টা ১ মিনিটের পরপরই শুরু হয় পুষ্প স্তবক অর্পণ।
শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। একে একে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট নেতৃবৃন্দ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেটের জেলা প্রশাসক, সিলেট জেলা পরিষদ প্রশাসক, জেলা পুলিশ সুপার, চেয়ারম্যান সিলেট শিক্ষা বোর্ড, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান, আর আর এফ কমান্ড্যান্ট, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, আনসার ভিডিপি, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ নেতৃবৃন্দ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ নেতৃবৃন্দ, সিলেট প্রেসক্লাব।
এরপর পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জেলা ও মহানগর জাসদ, বাসদ, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, ওয়ার্কার্স পার্টি, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, পেশাজীবীসহ বিভিন্ন সংগঠন।