রাজনগরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৫, ১১:১৩ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি অনুষ্ঠানাদির পাশাপাশি বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের উদ্যোগেও ছিল ব্যতিক্রমি বিভিন্ন আয়োজন।
রাত ১২.১ মিনিটে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নবনির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি, উপজেলা চেয়ারম্যান আছকির খান, থানা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তর পান্না, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই প্রমুখ। এরপর আলীগ ও বিএনপিসহ তাদের অঙ্গ সংগঠন, রাজনগর প্রেসক্লাব, বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
প্রশাসনের উদ্যোগে গণকবরে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অংশগ্রহণকারীদেও মাঝে পুরস্কার বিতরণ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারগুলোকে সংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়।
এর আগে গতকাল ২৫ মার্চ বুধবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি।