মৌলভীবাজারে স্বাধীনতা দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৫, ১১:৫৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
৪৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ বৃহস্পতিবার ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মৌলভীবাজার পৌরসভা, জেলা পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, জাসদ, বাসদ, জাতীয় পার্টি, যুবলীগ, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী শিল্পী গোষ্ঠী, গণজাগরণ মঞ্চ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
সকালে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এ ছাড়া এম সাইফুর রহমান স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করে বিভিন্ন সংগঠন।
মৌলভীবাজার সদর উপজেলার শামসুন নাহার বিদ্যাপীঠ সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণীর অনুষ্ঠিত হয়।