ভারত উড়ে গেল, ফাইনালে অস্ট্রেলিয়া
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৫, ১২:০২ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক ::
টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রাখতে হলে রেকর্ড গড়তে হবে ভারতকে। ৩২৯ রানের বিরাট লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। উদ্বোধনী জুটিতেই আসে ৭৬ রান। কিন্তু এর পরই ছন্দপতন। বিনা উইকেটে ৭৬ রান থেকে ৪ উইকেটে ১০৮। ৩২ রানের ব্যবধানে পড়ল ৪ উইকেট।
এরপর ভারতীয় স্বপ্নদের বেশ কিছুক্ষণ আশা জালিয়ে রাখেন অজিঙ্কা রাহানে ও ধোনির পঞ্চম উইকেট জুটি। এ জুটিতে আসে ৭০ রান। এ জুটি ভাঙেন মিচেল স্টার্ক। ফেরার আগে রাহানের সংগ্রহ ৪৪ রান। তবে ধোনি ছিলেন আরও কিছুক্ষণ। স্টিভেন স্মিথের হাতে রানআউটে কাটা পড়ার আগে ভারত অধিনায়কের সংগ্রহ ৬৫ রান। ধোনি ফিরে যাওয়ার পরই একপ্রকার নিশ্চিত হয়ে যায় ভারতের পরাজয়।
খুড়িয়ে চলা ইনিংসটা থামে ২৩৩ রানে। শেষ ২৫ রানেই পড়েছে ভারতের ৫ উইকেট।
শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের চাপে রেখেছেন অস্ট্রেলীয় বোলাররা। জীবনও পেয়েছেন ভারতের দুই ওপেনার। প্রথম ওভারেই মিচেল স্টার্কের বলে অল্পের জন্য বেঁচে যান রোহিত। উইকেটের পেছনে হ্যাডিন হাতছাড়া করেন ধাওয়ানের ক্যাচটি। তবে দুজনই ফিরেছেন সাজঘরে। মিচেল জনসনের বলে বোল্ড হওয়ার আগে রোহিতের সংগ্রহ ৩৪ রান আর জশ হ্যাজলউডের বলে ফেরার আগে ধাওয়ানের সংগ্রহ ৪৫। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট কোহলি ‘বিরাট’ ফ্লপ! জনসনের বলে ১৩ বলে মাত্র ১ রান করে ফিরেছেন কোহলি।
ফাইনালে উঠল দুই আয়োজকই। ২৯ মার্চ ফাইনালে কে জিতবে? বিশ্বকাপ পাবে নতুন চ্যাম্পিয়ন নাকি দেখা যাবে অস্ট্রেলীয়দের দাপট?