বড়লেখায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৫, ৮:০৬ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহিদদের শ্রদ্ধা জানাতে শহিদ মিনার প্রাঙ্গণে নেমেছিল জনতার ঢল। সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় শহিদ মিনার ঢেকে যায় ফুলে ফুলে।
শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. শাহাব উদ্দিন এমপি শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমান, বড়লেখা প্রেসক্লাব, বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বড়লেখা পৌরসভার মেয়র, বড়লেখা থানা পুলিশ, বাংলাদেশ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, সমাজসেবী সংগঠন জাগরণ সমাজ কল্যাণ যুব সংঘসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সংস্কৃতিক, পেশাজীবি সংগঠন, সংস্থা ও শিক্ষা-প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করে। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সবাই ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহিদদের সম্মান জানান।
২৬ মার্চ সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. শাহাব উদ্দিন এমপির নেতৃত্বে পৌর শহরে র্যালি বের করা হয়।
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে বড়লেখা শহিদ মিনার প্রাঙ্গণে সময় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকান্দ দাস প্রমুখ।