বিজিবি’র অভিযানে গোয়াইনঘাটে ৪টি বোমা মেশিন ধ্বংস
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৫, ১:১৭ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথরকোয়ারীতে ৪টি অবৈধ বোমা মেশিন পুড়িয়ে ধ্বংস করেছে বিজিবি।
বিজিবির একটি টাস্কফোর্স গতকাল ২৫ মার্চ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোয়ারীর নয়াবস্তি, কান্দুবস্তি এবং বাল্লাঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব মেশিন ধ্বংস করে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হকের নেতৃত্বে সিলেট পরিবেশ অধিদপ্তরের সহ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং বিজিবির তামাবিল কোম্পানি কমান্ডার সুবেদার মো. আ. নূর টাস্কফোর্স পরিচালনা করেন।
পাথর উত্তোলন কাজে ব্যবহৃত অবৈধ বোমা মেশিন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।