কুলাউড়ায় অগ্নিকাণ্ডে ৩ টি বসতঘর ভস্মিভুত
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৫, ১০:৫৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
কুলাউড়ায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর ভস্মিভুত হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া চা বাগানে এবং রাত দেড়টার দিকে রাউৎগাও ইউনিয়নের ভবানীপুর এই দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, রাঙ্গিছড়া চা বাগানের শ্রমিক টিলায় চা শ্রমিক কৈলাশ দাসের ঘরে চুলার আগুন ছড়িয়ে পড়লে ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে ভবানীপুর গ্রামে শহীদ মিয়ার বসত ঘর ও রান্নাঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতেও ১ লাক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় প্রতিবেশীদের ঘর আগুনের ছোবল থেকে রক্ষা পায়।